পূর্ব জেরুজালেমের পরিস্থিতি খারাপ হওয়ায় আমি উদ্বিগ্ন: রুশনার আলী

প্রকাশিত: ১১. মে. ২০২১ | মঙ্গলবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক::পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি প্রার্থনাকারীদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ সংসদ সদস্য রুশনারা আলী।

 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ নিন্দা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, পূর্ব জেরুজালেমের পরিস্থিতি খারাপ হওয়ার বিষয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আল-আকসা মসজিদের ফিলিস্তিনি প্রার্থনাকারীদের বিরুদ্ধে যে সহিংস ব্যবহার করেছে, তার তীব্র নিন্দা জানাই। এ সহিংসতায় ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। পবিত্র রমজান মাসে পবিত্র এই স্থানে নামাযিদের বিরুদ্ধে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। সমস্ত পবিত্র স্থানকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই শহরে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে পদক্ষেপ নিতে হবে। শেখ জারাহ এবং পূর্ব জেরুজালেমের অন্যান্য এলাকায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে এই ধরনের পদক্ষেপ অবৈধ এবং এতে কেবল উত্তেজনা বাড়িয়ে দেয়।

Manual6 Ad Code

 

এ সময় তিনি যুক্তরাজ্য সরকারকে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান।

Manual7 Ad Code

 

২০১০ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী ব্রিটিশ এমপি নির্বাচিত হন। তার ওই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code