সর্বশেষ

» অাজ শনিবার সকালে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি স্থানে ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তির মাধ্যেমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধিন উৎসব সেন্টার, রোজ ভিউ, ডুবড়ীহাওর, পুলিশ ফাড়ি, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, মৌসুমী আ/এ, এভারগ্রীন আ/এ, চালিবন্দর, লো-কলেজ, গার্ডেন টাওয়ার, নির্বাচন কমিশন অফিস, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাক বাংলা রোড, মহাজপট্টি, বটেরতল, সুটকীবাজার, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, বিদ্যুৎ অফিস, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়াবস্তি সহ ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ১১ কেভি কুমারপাড়া, ১১ কেভি রায়নগর, ১১ কেভি সোবহানীঘাট, ১১ কেভি বোরহান উদ্দিন, ১১ কেভি কালীঘাট এবং ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডার সমূহের আওতাধীন এলাকায় শনিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual1 Ad Code

এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code