এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে করোনার হানা, কেড়ে নিলো ভাইয়ের প্রাণ

প্রকাশিত: ১৫. মে. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে এবার করোনার হানা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৫ মে) সকাল ৯টা ২০ নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

পরিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে করোনায় আক্রান্ত হন অসীম বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই চিকিৎসা চলছিল তার। এক মাস ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে সেই হাসপাতালেই মারা যান তিনি। কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার। মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত ছিলেন। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম বন্দ্যোপাধ্যায়।

Manual1 Ad Code

 

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গেছেন ১৩৬ জন। বাংলায় এখন পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার উপরে সংক্রমিত। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ এবং  ৩ হাজার ৯৫৫।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code