সর্বশেষ

» ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে: গোলজার

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে। করোনাকালে যখন সবকিছু বন্ধ ছিল, তখন অনলাইন গণমাধ্যম মানুষের সেবায় মূখ্য ভূমিকা পালন করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম মাইলফলক হিসেবে কাজ করছে।

গোলজার আহমদ হেলাল গতকাল শুক্রবার রাতে অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ২৪.কম আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

নিউজপোর্টাল সম্পাদক ও কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক মো: ইয়াইয়ার সভাপতিত্বে নগরীর টিলাগড়ে পোর্টালের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক বিশ্বমানচিত্রের সিলেট প্রতিনিধি এম এ হান্নান চৌধুরী, জালালাবাদ২৪.কম এর উপ-সম্পাদক (সার্বিক) রুহুল আলম, উপ-সম্পাদক শহিদুল ইসলাম, প্রভাষক জহির উদ্দিন, প্রভাষক রাজ আল হাসান, সাংবাদিক ফয়ছল আহমদ, কাওছার মজুমদার, সোয়েব আহমদ, বাছিত আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথি বলেন, মানুষ এখন আর অযথা সময় নষ্ট করে টেলিভিশন দেখতে চায় না, রেডিও শুনতে চায় না। মুদ্রিত খবরের কাগজের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে। পাঠক, শ্রোতা ও দর্শকদের চাহিদা সেখানে পূরণ হচ্ছে না। এ সময়ে সংবাদের জন্য মানুষের পছন্দসই ও ভরসাস্থল হল অনলাইন গণমাধ্যম। তিনি বলেন, বিশ্বব্যাপী অনলাইন নিউজ মিডিয়া এখন শক্তিশালী, প্রভাবশালী, ক্ষমতাবান,মর্যাদাপূর্ণ ও সর্বাধুনিক গণমাধ্যম।এটি এখন জনপ্রিয় সংবাদ মাধ্যম।

তিনি বলেন, পৃথিবীতে এখন চতুর্থ শিল্পবিপ্লব চলছে।মানুষ ও মেশিনের মধ্যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত। এ যুদ্ধে মানুষকে জয়ী হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নে অনলাইন গণমাধ্যম সহযাত্রী হিসেবে কাজ করছে।এখন সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে। বিশ্বায়নের ছোঁয়া লেগেছে সব জায়গায়। তাই কাংখিত ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফসল। এটি বিশ্বায়নের চ্যালেঞ্জ।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code