সর্বশেষ

» বিচারককে ঘুষ দেয়ার চেষ্টা, জকিগঞ্জে এসআই ক্লোজড

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২১ | বুধবার

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে উৎকোচ প্রদানের চেষ্টার কারণে জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়াকে গতকাল বুধবার তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে।
আদালত ও আইনজীবি সুত্রে জানা যায়, সিআর মামলা তদন্ত করে একজন আসামীকে বাদ দিয়ে ৩ আসামীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন এসআই রাজা মিয়া। বিজ্ঞ আদালত কেন একজনকে ছাড়া হয়েছে জানতে চেয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানীর দিন ধার্য করেন। মঙ্গলবার ধার্য তারিখে অনুমতি ছাড়া এসআই রাজা মিয়া বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন। বিচারক এসআইকে কৌশলে এজলাসে নিয়ে যান। সেখানে আইনজীবি ও উপস্থিত লোকজনদের সম্মূখে এসআই রাজা মিয়াকে গ্রেফতারপূর্বক জেল হাজতে
প্রেরণের নির্দেশ দিলে আদালতের সিএসআই ও রাজা মিয়া কান্নাকাটি করে করজোড়ে ক্ষমা চাইলেও আদালতে রাত ৮টা পর্যন্ত তাকে আটক রাখা হয়। পরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিচারকের খাস কামরায় অবস্থান করে বিভাগীয় দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার শর্তে তাকে মুক্ত করেন।
এ অভিযোগে বুধবার এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30