মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জন এমপির মৃত্যুতে সংসদের শোক

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২১ | সোমবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক প্রতিমন্ত্রী মো. খালেদুর রহমান টিটোর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া সাবেক ৯ জন সংসদ সদস্যের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়েছে।

 

সোমবার (১৮ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর গত দশম অধিবেশন থেকে একাদশ অধিবেশন শুরুর আগের দিন পর্যন্ত প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট নাগরিকদের নামে শোক প্রস্তাব আনা হয়।

Manual2 Ad Code

এবারের শোক প্রস্তাবে আরও যাদের নাম রয়েছে তারা হলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মীনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানম, সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, ভাষা সৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, সাবেক সচিব ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খান।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এছাড়াও শোক প্রস্তাব আনা হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি নাট্যব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করেছে।

 

Manual7 Ad Code

এর বাইরে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code