সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ই জানুয়ারী) বেলা ৪টায় জামালগঞ্জস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যায় যায় দিন পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকারকে সভাপতি ও সুনামগঞ্জের চোখ ডটকমের নির্বাহী সম্পাদক সাংবাদিক নিজাম নূরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন করা হয়।
 
অনুমোদিত কমিটির অন্যান্যদের মধ্যে সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান তালুকদার, অর্থ সম্পাদক মো. বায়জিদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জাকারিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, শেরে আলম শেরু ও জিয়াউর রহমান।