সর্বশেষ

» লক্ষণশ্রী ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মহিম তালুকদার

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: 
পল্লী বন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার সদস্য সচিব, উদীয়মান তরুণ সমাজ কর্মী, সাংষ্কৃতিক সংগঠক শিক্ষানবিশ আইনজীবি মোশাহিদ আলম মহিম তালুকদার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির একজন একনিষ্ট কর্মী। যিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইফ ও সুনামগঞ্জ-বিশম্ভরপুর-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহর হাত ধরে রাজনীতির হাতে খড়ি। মহিম তালুকদার তার রাজনীতির অভিভাবক হিসেবে পীর মিসবাহকে আইডল হিসেবে বেচেঁ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তার জন্মস্থান সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। লক্ষণ শ্রী ইউনিয়নের সবকটি গ্রামের বিয়ে শাদি, খেলাধুলা ও আচার অনুষ্ঠানে তার বিচরণ লক্ষণীয়। এ ব্যাপারে লক্ষণশ্রী ইউনিয়নের তরুণ তাজপুর গ্রামের রেজাউল করিম বলেন আমরা এবারের নির্বাচনে শিক্ষিত, তরুণ সমাজ সেবককে নির্বাচিত করতে চাই। মহিম তালুকদার তাদের মধ্যে অন্যতম। তিনি যুব সমাজের সাথে থেকে দীর্ঘদিন যাবত সামাজিক কাজে সময় দিয়ে যাচ্ছেন। লক্ষণশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (৮ নং ওয়ার্ড) মহিনুর রহমান বলেন , আমাদের সাংসদ সদস্য পীর মিসবাহর একজন আস্থাভাজন ও জাতীয় পার্টির একজন নিবেদীত কর্মী মহিম তালুকদার। আমরা মনে করি যদি জেলা জাতীয় পার্টি যাচাই বাচাই করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মহিম তালুকদারই যোগ্য হবেন। তাই দলীয় প্রার্থী হিসেবে মহিম তালুকদারকে আমরা দেখতে চাই। এ ব্যাপারে ৮ নং ওয়ার্ডের জাতীয় পাটির সভাপতি মাসুক মিয়া বলেন আমরা দেখছি মহিম তালুকদার জাতীয় পাটির একনিষ্ট একজন কর্মী হিসেবে কাজ করছে। তার চালচলনও ভালো, যুব সমাজের মধ্যে তার সম্পর্ক খুবই আন্তরিক। তাই আমরা লক্ষণশ্রী ইউনিয়নে তাকে জাতীয়পার্টির প্রার্থী হিসেবে দেখতে চাই। ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রকিব মিয়া তালুকদার বলেন যেহেতু আমিও জাতীয় পাটির একজন সক্রিয় সদস্য ও চেয়ারম্যান প্রার্থী । তাই আমি মনে করি আমাদের অভিভাবক জেলা জাতীয় পার্টির আহবায়ক এমপি পীর ফজলুর রহমান মিসবাহ যাকেই মনোনয়ন দিবেন তার সাথে একাত্বতা হয়ে কাজ করতে আমি দিদ্বা করবো না। লক্ষণশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ইসলামপুর গ্রামের আবুল হোসেন বলেন মহিম তালুকদার বন্যা ও করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে মানুষের পাশে থেকে কাজ করছেন। তাই আমি তাকে আমাদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী আশাবাদী। জাতীয় পার্টি নেতা ফকির নগর গ্রামের রফিক মিয়া বলেন মহিম তালুকদার আমাদের পছন্দের মানুষ। তার কথা বার্তায় এলাকার মানুষজনও সন্তুষ্ট। এরকম হাসোজ্বল ব্যক্তিই জনপ্রতি হওয়ার যোগ্য। ইউনিয়ন জাতীয় যুবসংহতির সহ-সভাপতি হালুয়ারগাঁও গ্রামের ফরিদ মিয়া বলেন আমাদের তরুন সমাজকে নিয়ে তিনি খেলাধুলার প্রতি মনোনিবশে থাকেন। সাংষ্কৃতিক অঙ্গনে যুব সমাজকে জড়িয়ে থাকতে উধুদ্ধ করেন। সকল প্রকার ইভটিজিং এর প্রতিবাদী একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে কাজ করেন। একই গ্রামের শিক্ষানবিশ আইনজীবি মিজানুর রহমান বলেন মহিম তালুকদার নির্বাচন করবে, তাই খুব ভাল লাগছে। সে একজন তারুণ্যের প্রতিনিধি। বর্তমান সরকার এই ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ বিদ্যালয়, ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ দিয়ে আমাদেরকে কৃতার্থ করছেন। তাই আমরা আমাদের ইউনিয়নে তরুণ জনপ্রতিনিধি দেখতে চাই। ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মেহেদী হাসান উজ্জল বলেন আমাদের ইউনিয়নটি অতি প্রাচীন ইউনিয়ন। তাই আমরা চাই এইবারের জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে এরকম একজন তরুন চেয়ারম্যান সময়ের দাবী। বাহাদুরপুর গ্রামের লোকমান হোসেন বলেন এবারের ই্উনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মহিম তালুকদার একজন ভাল বংশের লোক। তাই আমরা এরকম একজন ভাল লোককেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, মহিম তালুকদার সাবেক জুড়ি বোর্ডের সদস্য আব্দুল বারী তালুকদারের প্রপৌত্র ও সাবেক ই্উপি সদস্য শফিকুল বারী তালুকদারের ২য় পুত্র। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন লক্ষণশ্রী যুব ইউনিয়ন সামাজিক সংঘের সভাপতি, নিরাপদ সড়ক চাই কমিটির জেলা সভাপতি, সম্মিলিত সামাজিক জোট সুনামগঞ্জ জেলা সভাপতি, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক, রঙ্গালয় নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষণশ্রী ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মহিম তালুকদার

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031