জনপ্রিয় কন্ঠশিল্পী স্বাধীন বাবুর কন্ঠে শাহীন চৌধুরীর নষ্ট পিরিত-২

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২০ | বুধবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক:: 

Manual1 Ad Code

আসছে এ প্রজন্মের জনপ্রিয় সুরকার ও কন্ঠশিল্পী স্বাধীন বাবুর কন্ঠে “নষ্ট পিরিত-২” শিরোনামের গানটি।
এ গানের কথা লিখেছেন কবি ও সাংবাদিক শাহীন আহমেদ চৌধুরী।

Manual6 Ad Code

গানটি ফোক ঘরানায় বিচ্ছেদ সুরে রুপদেয়া হয়েছে।
শ্রোতাদের কথা মাথায় রেখে এ গানের মিউজিক কম্পোজ করা হয়েছে।

গানটি নিয়ে কন্ঠ শিল্পী ও সুরকার স্বাধীন বাবু বলেন, এমন মাটির গান, তৈরী হলে কখনোই শ্রোতার হৃদয় থেকে মুছে যাবে না। প্রজন্মের পর প্রজন্ম এই ফোক গানের চাহিদা থাকবে।

গীতিকার শাহীন চৌধুরী বলেন, এটি আমার লেখা প্রথম গান
“নষ্ট পিরিত-২”।
আসলে কবিতার পাশাপাশি স্বাধীন বাবু’র গান শুনে খুবই গান লিখতে ইচ্ছে হলো,তাই নষ্ট পিরিত-২ শিরনামে গানটি তাকে দিলাম।
সুরটাও অনেক ভাল্লাগলো তার হাত ধরেই গানের ভুবনে আমার পথ চলা শুরু।
গানটি রিলিজ হলেই শ্রোতারা বলবে গানটি কেমন লিখেছি।
গানটি শ্রোতাদের নন্দিত হবে বলে আমি আশা রাখছি।

Manual5 Ad Code

           

Manual1 Ad Code
Manual5 Ad Code