সর্বশেষ

» জকিগঞ্জ ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২০ | বুধবার

জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এসোসিয়েশনের  প্রধান উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী, মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ, মেডিকেল অফিসার ডা. ওয়াসিম আকরাম জীবন, উপদেষ্টা এডরুক ফার্মার এরিয়া ম্যানেজার মো. আব্দুস ছবুর তাপাদার, এসিআই ফার্মার এমপিও মো. ইউনুস, নাভানা ফার্মার টিএম শিপুল বিশ্বাস, এরিস্টো ফার্মার এরিয়া ম্যানেজার এরশাদ আহমদের উপস্থিতিতে গঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দ হলেন এসোসিয়েশনের সভাপতি লিয়াকত হোসাইন (বিকন) , সহ-সভাপতি মহব্বত আলী মিথুন (বেক্সিমকো),  আখতারুজ্জামান রাজু ( নাভানা), মোহাম্মদ হাসান (রেডিয়েন্ট) বিশ্বজিৎ বিশ্বাস বারই ( ইনসেপ্টা), সাধারণ সম্পাদক কামিল আহমদ তাপাদার ( পপুলার), সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ( ইবনে সিনা),  সাংগঠনিক সম্পাদক আলী হাসান ( স্কয়ার), সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ( ইউরো),  কোষাধ্যক্ষ আব্দুল আলিম রবিন ( ইউনিমেড-ইউনি হ্যালথ), তথ্য প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ( ড্রাগ ইন্টা.) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমদ (সিলকো), দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম মিলন (সোমাটেক), আপ্যায়ন সম্পাদক আব্দুস ছালাম (এসিআই), ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (নিপ্রো জেএমআই)। কার্যনির্বাহী সদস্য মো. আলিম বিশ্বাস ( অপসোনিন), কুমার বিশ্বাস ( একমি), রমজান আলী ( হেলথ কেয়ার), তাজুল ইসলাম ( ফার্মাসিয়া), আল আমিন ( কেমিস্ট),  মুজিবুল হোসেন ( হামদর্দ)।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30