যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রæয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক নানা শ্রেণি পেশার মানুষ জমায়েত হন। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন, কানাইঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসক, থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ সামাজিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় আনুষ্ঠানিক সকল সরকারি-আধাসরকারি, শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর সঞ্চালনায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, কানাইঘাট থানার অফিসার (তদন্ত) মোঃ আবু সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় সর্বক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চার উপর গুরুত্ব আরোপ করে ৫২’র ভাষা আন্দোলনে শাহাদত বরণকারী শহিদানদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামান করে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, অন্যান্য ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

           

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code