- онлайн 2025 года играйте без рисков и с максимальной отдачей.836
- 1Win официальный сайт букмекера 1Вин ставки на спорт.4586
- Pin Up Казино – Официальный сайт Пин Ап вход на зеркало.3530
- 10 лучших казино онлайн 2025 сравнение платформ и бонусных программ.1645
- 1win букмекерская контора вход.9159
- Казино Официальный сайт Pin Up Casino играть онлайн – Вход Зеркало.6746
- Pokerdom – онлайн казино и покер рум.3858
- abebet Slot Oyunlarý 2025: En Yüksek Kazanç Fýrsatlarý
- En Kazançlý Slot Bahisleri abebet Platformunda
- казино онлайн 2025 играйте с уверенностью и безопасностью.2211 (3)
ক্ষমতা হারানোর শঙ্কায় সরকার দিশেহারা : কানাইঘাটে কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৩ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্ষমতা হারানোর শঙ্কায় বর্তমান সরকার দিশেহারা হয়ে পবিত্র মাহে রমজান মাসেও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। এমনকি ইফতার মাহফিলের মতো অনুষ্ঠানে প্রশাসন বিভিন্ন জায়গায় বাঁধা প্রদান ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা চালাচ্ছে। এতকিছু করেও তারা বিএনপি অগ্রযাত্রা স্তব্দ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বগতির কারনে মানুষ রমজান মাসেও অনাহারে অর্ধাহারে জীবন-যাপন করেছে, কিন্তু সরকার সেদিকে কোন লক্ষ্য করছে না।
তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এ ভোটারবিহীন সরকার পতনের দাবীতে সোচ্ছার রয়েছে। আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে আর কোন সাজানো নির্বাচন আওয়ামীলীগ আয়োজন করতে পারবে না। সিলেটের পবিত্র মাটি থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু হবে এজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী গতকাল রবিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার বৃহত্তর বড়দেশ জাতীয়তাবাদী প্রবাসীদের উদ্যোগে বড়দেশ আনসারউল উলূম মাদ্রাসা মাঠে সিলেট জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম সহ সভাপতি মামুনুর রশিদ মামুনের গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি সৌদি প্রবাসী ওয়েছ আহমদ এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল বাশারের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু)। প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল হক, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বর্তমান প্রচার সম্পাদক ফারুক আহমদ, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বদরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এডভোকেট সাদিক শিকদার।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, বর্তমান সহ সভাপতি ডাঃ ইয়াকুব, আব্দুর রহমান, ডাঃ আবু শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সোলেমান, সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী, বড়চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি হাজী কামাল আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, বাণীগ্রাম ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, রাজাগঞ্জ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার মেম্বার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৃহত্তর বড়দেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ৯০এর তুখোড় ছাত্রনেতা দুর্দিনের বিএনপির কান্ডারী মামুনুর রশিদ মামুনকে জেলা বিএনপির প্রথম সহসভাপতি নির্বাচিত করায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
- জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
এই বিভাগের আরো খবর
- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী সেবা করার সুযোগ দেয়া দলের প্রতি আমি কৃতজ্ঞ: এমরান চৌধুরী
- ৩১ দফার আলোকে সিলেট-৪ আসনে উন্নয়ন করা হবে: আরিফুল হক চৌধুরী
- ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী
- নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির সাথে জোট নয়, সমঝোতা হবে : ডা: শফিকুর রহমান
- বিএনপি ক্ষমতায় এলে সিলেটের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে : খন্দকার মুক্তাদির

