সর্বশেষ

» যুক্তরাজ্যে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’সহ বিভিন্ন মানবাধিকারের সংগঠনের মানববন্ধন

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২২ | রবিবার


Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে যুক্তরাজ্যে সক্রিয় নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’সহ ১৪টি মানবাধিকার সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। শনিবার যুক্তরাজ্য সময় সকাল সাড়ে ১১টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানবাধিকার সংগঠনগুলোর কর্মীরা একত্রিত হয়ে ওয়েস্ট মিনিস্টারের পার্লামেন্ট স্কয়ার থেকে র‌্যালী শুরু করে ১০ ডাউনিং স্ট্রিটে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। র‌্যালীতে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। র‌্যালী শেষে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
ফ্যাসিজম নেভার এগেইন, রিস্টোর ডেমোক্রেসি ইন বাংলাদেশ, স্যাংকশন হাসিনা অ্যান্ড হার ডেথ স্কোয়াডসহ বিভিন্ন দাবীতে প্ল্যাকার্ড বহন করেন র‌্যালিতে অংশ নেওয়া মানবাধিকার কর্মীরা। এসময় তারা বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।
পার্লামেন্ট স্কয়ারে র‌্যালির পূর্বে সমবেত মানবাধিকার কর্মীও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এম বি ই, বিএনপি’র আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম মালিক, তেহরিকে কাশ্মীরের সেক্রেটারি রায়হানা ইয়াসমিন আলী ও কাউন্সিলর ওহিদ আহমদ।
সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির পক্ষে র‌্যালির আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।
এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্সের প্যারিস এবং ব্রাসেলস-এ সেমিনার, পথ নাটক এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিতে অংশগ্রহণকারী মানবাধিকার সংগঠন গুলোর পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, মেজর অব জাকির হোসেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সভাপতি মুসলিম খান, সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইন, আমিনুল ইসলাম মুকুল, সাবেক সভাপতি মোঃ শামীমুল হক, মানবাধিকার কর্মী আরিফ আহমদ, মো: মিফতা উদ্দীন, মো: ফাহাদুজ্জামান, এডভোকেট রোকসানা আক্তার, রায়হান আহমদ, মি: আলিম উদ্দীন, মো: হাবিবুর রহমান, মো: মাহফুজুর রহমান, জাকির আহমদ, মো: রাসেল মাহমুদ, মোহাম্মদ আলীম উদ্দীন, আবু ছাদিক হাওলাদার, আব্দুল মুহিত, ফজল আহমদ, হুমা য়ুন আহমদ, আবু শরিফ মো: ফরিদ, তানজিনা আক্তার, ইউসুফ বিন হুসাইন খান, রবিউল হোসেন, মো: তোফায়েল আহমদ, মো: আসিকুল ইসলাম, আজিজ আহমদ চৌধুরী, সালেহ হোসাইন, জাকির হোসেন, মুহিবুর রহমান ও মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বর্তমান ফ্যাসিবাদী জালিম সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার সরকার অব্যাহত গুম-খুনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে যে অপরাধ করেছে সেটার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code