সর্বশেষ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিসিইউতে রাখা হয়েছিল তাকে।

সে সময় সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর জানান, তার মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির বাসায় রয়েছেন। মঙ্গলবার শারীরিক অবস্থা জটিল হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করা হয়।

অসুস্থতার কারণে সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনও স্থগিত রাখা হয়েছিল। সোমবার এই সম্মেলন হওয়ার কথা ছিল। তার আগেই রোববার মধ্যরাতে চলে গেলেন তিনি।

গেল শুক্রবারও সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর আশু সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথায় উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাত করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031