সর্বশেষ

» জৈন্তাপুরে বানভাসীদের ঘর-বাড়ী মেরামত ও সংস্কারে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২২ | রবিবার

জৈন্তাপুর সংবাদদাতা:: 

বানভাসীদের পুনর্বাসনে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল।

তিনি বলেন, ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বানভাসীরা আজ মানবেতর জীবন যাপন করছেন।ঘর নেই, বাড়ী নেই এমন মানুষগুলোর পেটেও খাবার নেই। কর্মহীন অসহায় বানভাসীদের পুনর্বাসন অত্যন্ত জরুরী।

শুক্রবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর ও জৈন্তাপুর ইউনিয়নের খারুবিল গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ী মেরামত ও সংস্কারের জন্য নগদ অর্থ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় তাঁর সাথে ছিলেন,তরুণ সমাজসেবক নুরুল ইসলাম,শ্রমিক নেতা মখলিসুর রহমান, আল হেরা ডিজিটাল আইটি’র পরিচালক জুবায়ের আহমদ, ছাত্রনেতা মহসিন আলমাস,বিশিষ্ট মুরুব্বি রহমত আলী, যুব সংগঠক ডালিম হোসেন প্রমুখ।

তিনি উভয় গ্রামের বানের জলে ভেসে যাওয়া, নিশ্চিহ্ন ও ভাঙ্গা অনেকগুলো ঘর -বাড়ীও পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031