ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে ২ হাজার মুক্তিযোদ্ধার সন্তান

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক:: দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে। নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’-এর আওতায় তাদের বৃত্তি দেয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২০-২০২১ অর্থবছরে এই স্কলারশিপ স্কিমের আওতায় মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি দিতে দরখাস্ত আহ্বান করেছে।

 

Manual6 Ad Code

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

এতে বলা হয়, ভারত ও বাংলাদেশ  সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেয়া হবে।

Manual2 Ad Code

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্রছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) এই স্কলারশিপ স্কিমের আওতায় বৃত্তি দেয়া হবে।

Manual8 Ad Code

স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

           

Manual1 Ad Code
Manual4 Ad Code