সর্বশেষ

» নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ ইসির

প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্দেশনায় ইসি জানায়, হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২২ সালে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া ভোটার তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে।

এ কার্যক্রমের পাশাপাশি চলমান প্রক্রিয়া যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, দেশের যেকোনো নির্বাচন চলাকালে নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম বন্ধ রাখত নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিসগুলো। এ নির্দেশনার পর ইসির মাঠ পর্যায়ের অফিসগুলো এখন থেকে নতুন ভোটারসহ এনআইডির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031