সর্বশেষ

বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। বিশ্ব শান্তি সম্মেলনে গুরত্ব পাবে রোহিঙ্গা সঙ্কট। সম্মেলনে বাংলাদেশের চেষ্টা থাকবে বিশ্বজুড়ে শান্তির উদাহরণ তুলে ধরা। মঙ্গলবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজ অনুষ্ঠানের আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনার কারণে অতিথিরা অনলাইনে অংশ নেন অনুষ্ঠানে। তবে ফরেন একাডেমিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাবেক কূটনীতিকরা।

অনুষ্ঠানের মূল বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলের দারিদ্র দূর করতে বঙ্গন্ধুর প্রজ্ঞা ও পদক্ষেপ বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আগামী বছর শান্তি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সারা বিশ্বকে জানাতে চায় সংঘাতের শিকার রোহিঙ্গাদের কথা।

অন্যদিকে, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি এখনো প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বঙ্গবন্ধুকে নিয়ে ধারাবাহিক আলোচনা আয়োজন করার কথা জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031