সর্বশেষ

» সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হতে দেবো না: মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। গত ১৫ বছরে আওয়ামীলীগের ছত্রছায়ায় একটি মহল ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটপাট করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোনো অবস্থাতেই একজন মুসলিম হিন্দু ভাইয়ের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে না, তেমনি একজন হিন্দু ভাইও মুসলিম ভাইয়ের প্রতি আস্থাশীল থাকবেন। আমরা কারো ষড়যন্ত্রে পা দেব না। আমরা সম্মিলিতভাবে আমাদের সুন্দর বাংলাদেশ গঠন করে সুখে-শান্তিতে বসবাস করবো।

তিনি মঙ্গলবার রাতে নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে বৈদ্য সম্প্রাদায়ের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা সবাই এক। আমাদের পরিচয় আমাদের শুধু ধর্ম নয়, বরং আমাদের মানবিকতা। এই মানবিকতার বন্ধনেই আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমাবেশ প্রমাণ করে যে, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসঙ্গে কাজ করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মূল ভিত্তি। এই ভিত্তিকে আরও মজবুত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি ও শান্তির মাধ্যমেই আমরা একটি সুন্দর ও উন্নত দেশ গড়তে পারব।

Manual7 Ad Code

বিশিষ্ট মুরব্বী নিরঞ্জন কুমার বৈদ্য এর সভাপতিত্বে ও মদনমোহন কলেজের প্রভাষক অনামিকা বৈদ্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মো. শাহেদ আলী, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, দেলোয়ার হুসেন, মাহফুজুর রহমান, দেওয়ান মঞ্জুর আহসান মিশু মলিন বৈদ্য, মিঠু বৈদ্য, লনিলাল বৈদ্য ও বাবুল বৈদ্য প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও এদিন রাতে তিনি নগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি সিলেট ফিটনেস ক্লাবের সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুরে নগরীর হকার্স মার্কেটে গণসংযোগ করেন এবং বাদ জোহর সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code