বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৯. জুন. ২০২৪ | শনিবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

আজ ২৯ জুন শনিবার দিনব্যাপী সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর, টুকরবাজার ঝালোপাড়া, সদর উপজেলার খাদিমপাড়ার জালাল নগর ও কানুগুল গ্রাম, জৈন্তাপুর উপজেলার হেমু তিনপাড়া, হরিপুর, ভালিপাড়া, গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসায় পৃথক পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব মোঃ আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ সভাপতি আবুল হোসেন, আহমেদ ফুয়াদ বিন রশীদ, যুগ্ম-মহাসচিব আব্দুল হাদী পাভেল, মোঃ মনজুর আহমদ, হোসেন আহমদ, মোঃ মনিরুল ইসলাম,  সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিম, যুগ্ম সাংগঠনিক সচিব মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মীর মোঃ জাকারিয়া, রাজু আহমদ, মোঃ আব্দুল মুহিত স্বপন,  প্রচার সচিব তাহমিদুল হাসান জাবেদ, যুগ্ম প্রচার সচিব রাসেল আলী, যুগ্ম শ্রম সচিব আব্দুল খালিক খান রহিম, কার্যনির্বাহী সদস্য মোঃ লায়েক মিয়া ও সাহেল আহমদ শাহীন প্রমুখ। এছাড়াও খাদ্য বিতরণকালে স্থায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে ৬ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ, বিস্কুট ইত্যাদি খাদ্য সামাগ্রী বিতরণ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যা সহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের কল্যাণে মানবিক কাজ করে যাচ্ছেন ব্যাবসায়ীরা। তারই ধারাবাহিকতায় বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ত্রাণ বিতরণ করছে। আগামীতেও এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা বলেন, সিলেটে বন্যার কারণে কষ্টে আছেন বানভাসিরা। তাদের কাছে না গেলে কষ্টটা অনুভব করা যায় না। মানবিকদিক বিবেচনা করে সিলেটের ব্যাবসায়ী সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রবাসী, দানশীল ব্যক্তিদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যা পরবর্তী সময়েও বানভাসিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

Manual2 Ad Code

           

Manual1 Ad Code
Manual8 Ad Code