সর্বশেষ

» কানাইঘাটে ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

চেম্বার প্রতিবেদক: কানাইঘাট উপজেলার দুটি ইউনিয়নের দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণক রেছে ইমেজ ফাউন্ডেশন।

Manual3 Ad Code

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১.০০ টায় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও পরবর্তীতে ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual1 Ad Code

লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ঢাবি শিক্ষার্থী আব্দুল কাদির জিলানীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী, প্রধান বক্তার বক্তব্য দেন ইমেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদাউস এবং স্বাগত বক্তব্য দেন জামিল আহমদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজসেবী আব্দুল মালিক রাসেল, শিক্ষক বশিরুল হক, আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, ইউপি সদস্য আব্দুল মান্নান, ফয়েজ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

পরবর্তীতে বিকেল ৩.০০ টায় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও ঢাবি শিক্ষার্থী আব্দুল কাদির জিলানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য দেন ইমেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস এবং স্বাগত বক্তব্য দেন আব্দুল মালিক রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, ইউপি সদস্য খলিলুর রহমান, ইসলাম উদ্দিন প্রমূখ।

ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ তার বক্তব্য বলেন, তিনি দীর্ঘদিন থেকে সাধ্য অনুযায়ী তার ব্যক্তিগত পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছেন। তার চেষ্টায় ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইমেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে কানাইঘাট পৌরসভাসহ ৯টি ইউনিয়নের সহস্রাধিক অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং বাজারের নৈশপ্রহরীদের শীতের জ্যাকেট বিতরণ করেছেন সংগঠনটির চেয়ারম্যান বেলাল আহমদ (এমবিএ)।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code