সর্বশেষ

» বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক আর জিয়া ফুটনোট মাত্র: কাদের

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২০ | সোমবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র– এটিই চিরসত্য।

সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান দেশে ইতিহাস বিকৃতির জনক বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘দেশে নৈরাজ্য চলছে’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী মোকাবেলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এত গাত্রদাহ।

মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।

Manual2 Ad Code

তিনি বলেন, টেমস নদীর পাড়ে বসে যারা বঙ্গোপসাগরের উপকূলে বিপ্লবের ঢেউ তোলার দিবাস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর।

বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিল।

 

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ।

 

সেই সময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল বিএনপি, তা ‘৭১-কেও হার মানিয়েছিল।

 

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে দলটির সাধারণ সম্পাদক বলেন, শেখ আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সমুদ্রে সম্ভাবনাময় ব্লু ইকোনমি।

 

Manual1 Ad Code

তিনি বলেন, শেখ হাসিনা এক আজন্ম উন্নয়নযোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব। হতাশ ও অসহায় প্রাণে যিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা বাঙালির সাহসের সোনালি দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নতুন উচ্চতায়।

 

ওবায়দুল কাদের বলেন, ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালি দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কাণ্ডারি শেখ হাসিনা।

Manual4 Ad Code

 

তিনি বলেন, ‘৭৫-পরবর্তী সময়ে এ দেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোম্যাটিকের নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code