সর্বশেষ

» কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান অব্যাহত

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের অর্থ প্রদান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট সদর ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কয়েকটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ১০হাজার টাকা করে তুলে দেন।

Manual5 Ad Code

অর্থ সহায়তা প্রদানকালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রাথমিক ভাবে কানাইঘাট উপজেলার ৪৪৫টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যাচাই-বাছাই করে যাদের প্রকৃতপক্ষে ঘর ক্ষতিগ্রস্ত ও ভেঙ্গে গেছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক মহল, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।দু’এক দিনের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর সভায় অনুদানের অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে, যাতে করে ক্ষতিগ্রস্তরা দ্রুত তাদের ঘরগুলো মেরামত করতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, এই ইউনিয়নের ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code