সর্বশেষ

» বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপী শুরু

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২২ | সোমবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্ক:: 

Manual3 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে আজ একজন লিভার সিরোসিস রোগীকে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশনের মাধ্যমে চিকিৎসা করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালটিতে আনুষ্ঠানিকভাবে লিভার রোগীদের চিকিৎসায় স্টেম সেল থেরাপীর সূচনা হলো।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ হেপাটোলজি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) ডিভিশনটির কার্যক্রম ও লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপীর ব্যবহার ও এ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অধ্যাপক স্বপ্নীলের নেতৃত্বে একদল লিভার বিশেষজ্ঞ ২০১৮ সাল থেকে বাংলাদেশে লিভার সিরোসিস রোগীদের চিকিৎসায় নিয়মিতভাবে, সাফল্যের সাথে স্টেম সেল থেরাপী প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক লিভার সিরোসিস রোগী স্টেম সেল থেরাপীর মাধ্যমে উপকৃত হয়েছেন।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষনা ও উন্নয়ন) অধ্যাপক জাহিদ হোসেন আর এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আইয়ূব আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসাদুল ইসলামসহ হেপাটোলজি বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, অধ্যাপক স্বপ্নীল ও তার সহকর্মীরা লিভার রোগীদের চিকিৎসায় স্টেম সেল থেরাপীতে তাদের অভিজ্ঞতা নিয়ে এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ছয়টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন।

এছাড়াও হেপাটোলজি, ইন্টারনাল মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন ও হেমাটোলজির বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে তারা তাদের গবেষণালব্ধ ফলাফল নিয়মিতভাবে উপস্থাপন করে আসছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশে স্টেম সেল ও রিজেনারেটিভ মেডিসিন সংক্রান্ত যে গাইড লাইনটি প্রনয়ন করা হয়েছে সেখানেও অধ্যাপক স্বপ্নীলসহ একাধিক লিভার বিশেষজ্ঞ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন।

Manual4 Ad Code

তাছাড়া অধ্যাপক স্বপ্নীলের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ডিসেম্বর মাসে স্টেম সেল বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘স্টেমকন’ অনুষ্ঠিত হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের উদ্যোগে গত বছর জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি প্রতিষ্ঠিত হয় আর এর প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান নিযুক্ত হন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রতিষ্ঠার পর থেকে ডিভিশনটিতে লিভার ক্যান্সার রোগীদের চিকিৎসায় ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন ও লিভার সিরোসিসের রোগীদের হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ একাধিক আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করা হয়েছে, যার সর্বশেষ সংযোজন আজকের স্টেম সেল থেরাপী। ডিভিশনটিতে সামনে লিভার ডায়ালাইসিস, প্লাজমা এক্সচেঞ্জ, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশনসহ আরো নানা আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করা হবে। তাছাড়া ডিভিশনটিতে শীঘ্রি ট্রান্সপ্লান্ট হেপাটোলজি বিষয়ক ফেলোশিপ প্রোগ্রামও চালু হতে যাচ্ছে।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code