সর্বশেষ

আলোচনায় না এলে বিএনপির কোনো দাবিই আমলে নেবে না ইসি: মো. আলমগীর

প্রকাশিত: ২১. আগস্ট. ২০২২ | রবিবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্ক:: বিএনপিকে অবশ্যই আলোচনায় আসতে হবে। কারণ যিনি আলোচনায় আসলেন না, কথা বললেন না, তাদের বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। যারা নির্বাচনে আসবেন আমরা তাদের বিষয় বিবেচনায় নিয়ে চিন্তা করব বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

Manual8 Ad Code

তিনি বলেন, তবে বিএনপি যদি নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দিয়ে কোনো প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই তাদের প্রস্তাব আমরা আমলে নেব। কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। সুতরাং তাদের প্রস্তাব আমলে না নেওয়ার সুযোগ নেই বলেও জানান এ কমিশনার।

আজ রোববার (২১ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিএনপি যদি আলোচনায় এসে বলে নির্বাচনে যাব, ইভিএম চাই না, তখন কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে তাদের প্রস্তাব অবশ্যই আমলে নেব। কারণ তারা নিবন্ধিত রাজনৈতিক দল। আমলে না নেওয়ার তো সুযোগ নেই। যেহেতু সংলাপে আসেনি, আলোচনায় আসেনি, কাজেই তাদের কথা তো রেজ্যুলুশনভুক্ত করে আলোচনা করতে পারি না।’

মো. আলমগীর বলেন, ‘যারা বলছেন যে আমরা নির্বাচন করব না, নির্বাচনে আসব না এবং নির্বাচনে যাবও না, তারা কী বলছেন না বলছেন তা তো আলোচ্যসূচিতে রাখার সুযোগ নেই। আমাদের আলচ্যসূচিতে রাখতে হবে যারা আলোচনায় এসেছেন তাদেরগুলো।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘যতগুলো নিবন্ধিত দল আছে, আমরা চাইব সবাই আসুক। সবাই যদি আসে দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল। খুবই ভালো কাজ হবে। কিন্তু এখন কেউ যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা তো আমাদের দেওয়া হয়নি। এখন নির্বাচনে যারা আসবেন, কমিশনের দায়িত্ব হলো তাদের নিয়েই চিন্তা-ভাবনা করতে হবে। তারা কী বলছেন তাদের কথাই তো গুরুত্ব দিতে হবে। কেউ যদি বলেন, আমি নির্বাচনে যাব না, উনি কী চাইছেন নির্বাচনে সেটা তো গুরুত্বে আনার সুযোগ নেই।’

কোনো দল রাজি না হলে কি ইভিএম থেকে সরে যাবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। ওনারা যদি বলেন- এতো করেন তখন আমরা যদি কনভিন্সড হই, যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলব আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না।’

Manual8 Ad Code

সাবেক এ সচিব বলেন, ‘আমাদের সংবিধান ক্ষমতা দিয়েছে নির্বাচন করার, নির্বাচন সুষ্ঠু করার, গ্রহণযোগ্য করার। যারা নির্বাচনে আসবেন না, তাদেরকে লোভ দেখিয়ে সন্তুষ্ট করে, অনুরোধ করে, পায়ে ধরে নির্বাচনে আনেন এটা কিন্তু সংবিধানের কোথাও বলা নেই। যেখানে সংবিধান আমাদের বলেনি, সেখানে আমরা কেন আনব। যদি থাকতো তাহলে করতাম। আমাদের দরজা তফসিল ঘোষণার আগ পর্যন্ত খোলা থাকবে। আমাদের দরজা দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত নয়, আমাদের দরজা তফসিল ঘোষণার আগ পর্যন্ত।’

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code