সর্বশেষ

» কানাইঘাটে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা নিয়ে রংধনু গ্রুপ ও বাংলাদেশ প্রতিদিন

প্রকাশিত: ৩০. জুন. ২০২২ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটে বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে রংধনু গ্রুপ ও বাংলাদেশ প্রতিদিন।

Manual3 Ad Code

গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কানাইঘাট পৌরসভা সহ আশপাশের বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত প্রায় ৫ শতাধিক পরিবারের হাতে খাদ্য সহায়তা প্রদান করে রংধনু গ্রুপ ও বাংলাদেশ প্রতিদিন।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুর করিম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তা কমলজিত শাওন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, মাদ্রাসা শিক্ষক মাও. ক্বারী হারুনুর রশিদ, মাও. আসআদ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি আহমদ বলেন, চতুর্থ দিনে প্রথম পর্যায়ে রংধনু গ্রুপের খাদ্য সহায়তা প্রদান শেষ হয়েছে। পরবর্তী ধাপে বন্যা দুর্গত এসব এলাকায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র মানুষদের পুনবার্সনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। গত চার দিনে বন্যা দুর্গত সুনামগঞ্জের তাহিরপুর, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট সদর ও কানাইঘাট উপজেলায় বন্যা দুর্গত প্রায় ৩ হাজার পরিবারে রংধনু গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি করে আলু, চিড়া, মুড়ি, গুড়, খাওয়ার স্যালাইন, বিস্কুট, নুডলস, দিয়াশলাই আছে।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code