সর্বশেষ

কানাইঘাটকে বন্যা দূর্গত এলাকা ঘোষনার দাবী সাবেক সাংসদ সেলিম উদ্দিনের

প্রকাশিত: ২১. মে. ২০২২ | শনিবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলা সহ বন্যা কবলিত অন্যান্য উপজেলাকে দ্রুত সরকারি ভাবে বন্যা দূর্গত এলাকা ঘোষনা করার জন্য জোর দাবী জানিয়েছেন জাতীয় সাংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সাংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তঃজার্তিক উপদেষ্টা বর্তমানে যুক্তরাজ্য অবস্থানরত আলহাজ¦ সেলিম উদ্দিন। এক বিবৃতিতে তিনি বলেন, কানাইঘাট-জকিগঞ্জে বর্তমানে সপ্তাহ দিন থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে এবং শত শত পরিবার বাড়ী ঘর হারিয়ে উদ্ভাস্ত এবং অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। তাদের এ সীমাহীন দুঃখ কষ্টে আমি নিজে অত্যন্ত ব্যতিত। যুক্তরাজ্যে অবস্থান করা স্বত্বেও কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সব সময় খোঁজ খবর আমি নিচ্ছি। এই মূর্হুতে সবাই কানাইঘাট তথা সিলেটের যে সব উপজেলায় মারাত্মক বন্যা পরিস্থিতি বিরাজ করছে তারা সেই সব উপজেলাকে সরকারি ভাবে বন্যা দূর্গত উপজেলা হিসাবে ঘোষনা দাবী জানাচ্ছেন। মারাত্মক বন্যা পরিস্থিতি বিরাজ করার পরও এখন পর্যন্ত ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের মন্ত্রী বন্যা দূর্গত এলাকা পরিদর্শন না করায় সাবেক সাংসদ জাপা’র কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি দ্রুত কানাইঘাট-জকিগঞ্জ সহ সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের জন্য সরকারি ভাবে বড় ধরনের ত্রান সামগ্রী প্রেরনের দাবী জানান। সেই সাথে তিনি এই দূর্যোগ মূহুর্তে জাতীয়পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রবাসী এবং বিত্তশালীরা বন্যার্তদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় তার পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ব্যক্তিগত পক্ষ থেকে দ্রুত কানাইঘাটের বন্যা দূর্গতদের পাশে সাধ্যনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে সাবেক সাংসদ সেলিম উদ্দিন জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code