সর্বশেষ

সিলেটে ১৫ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলার দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট  উপজেলার নব নির্বাচিত ১৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারীরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, তেতলী ইউনিয়নের মো. অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নের আরশ আলী, ওসমানীনগর উমরপুর ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, তাজপুরের ইউনিয়নের অরুনোদয় পাল, উছমানপুর ইউনিয়নের ওয়ালি উল্লাহ বদরুল, সাদিপুর ইউনিয়নের সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনুপুর ইউনিয়নের গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গাবাজার ইউনিয়নের মো. আখলাকুর রহমান, গোয়াল বাজার ইউনিয়নের পীর মো. মজনু মিয়া, দয়ামীর ইউনিয়নের এস.টি. এম ফখর উদ্দিন, গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, পূর্ব আলীরগাঁওয়ের মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031