সর্বশেষ

মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের ৩ টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত সিলেট তামাবিল বাস মিনিবাস শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী ৩ শ্রমিকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি জসিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য মকবুল হোসেন বাদল, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহ রিপন ও জসিম উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে হাজী মোঃ ময়নুল ইসলাম বলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনই করেনা, অবহেলিত সুবিধা বঞ্চিত পরিবহন শ্রমিকদের কল্যানে কাজ করছে। সাম্প্রতিক সময়ে দুর্ঘটনায় নিহত ৩ জন শ্রমিকের পরিবারকে নগদ দেড় লক্ষ টাকা প্রদানের মাধ্যমে আমরা অসহায় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছি। সরকারসহ সমাজের বিত্তবানদের অসহায় শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসার আহŸান জানাচ্ছি। কারণ সকল পরিবহন শ্রমিকরা আমাদেরই ভাই আমাদেরই আপনজন। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code