সর্বশেষ

» রোভার স্কাউটের দুটি গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের চারজন এবং সরকারি শহীদ আসাদ কলেজ গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপ, নরসিংদী গ্রুপের একজন রোভার স্কাউট ১৪ অক্টোবর ২০২০ তারিখে জেলা প্রশাসক ভবন,সিলেট থেকে ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ছেলে এবং মেয়েদের দুইটি গ্রুপ পরিভ্রমণ শুরু করেছে।পরিভ্রমণকারীরা হলেন সিলেট মুক্ত মহাদলের রোভার নাজমুল হোসাইন ও রোভার হাফিজুর রহমান রাহাদ এবং সিলেট মুক্ত মহাদলের গার্ল-ইন ইউনিটের রোভার ফাইজা জান্নাত জামালী, রোভার আনিকা নাছরিন ও সরকারি শহীদ আসাদ কলেজ গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের রোভার আরশিয়া লিমা। তারা রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণ সম্পন্ন করবে।এ উপলক্ষে ১৪ অক্টোবর রোভার স্কাউটসের উক্ত সদস্যবৃন্দরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) জনাব আ.ন.ম বদরুদ্দোজা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিলেট জেলার রোভারের কমিশনার ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার , সিলেট জেলা রোভার সম্পাদক জনাব মোঃ মোবাশ্বির আলী, গ্রুপ সম্পাদক ও সিলেট জেলা রোভারের যুগ্ম সম্পাদক জনাব তোফায়েল আহমেদ তুহিন, আরএসএল গালিব রহমান সহ অন্যান্য রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী ১৮ অক্টোবর ২০২০ তারিখে ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দিন ব্যাপী এই পরিভ্রমণ সমাপ্ত হবে। পরিভ্রমণের সময় তারা সমাজ সচেতনতামূলক পাঁচটি শ্লোগান- ১। পরিবেশ আমার, দেশ আমার,দায়িত্বও আমার। ২। দক্ষতা অর্জন করি,বেকারত্ব দূর করি। ৩। মাদক কে না বলি,সচেতন সমাজ গড়ে তুলি।৪. করোনা মোকাবেলায় নিজের সচেতনতা বৃদ্ধি করি।৫. আসুন! ধর্ষণ রোধে সোচ্চার হই। বহন ও প্রচার করবে।পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন করবে এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code