সর্বশেষ

» ফারহানের উপর হামলা এদেশের সংস্কৃতির উপর জঙ্গিদের নগ্ন হামলা : এমপি সামাদ চৌধুরী

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০১৮ | শুক্রবার

নিউজ ডেস্ক: সিলেটের বন্দর বাজারে এক অতর্কিত হামলার শিকার হযেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিকাল ক্লাব ফ্লেইমস-এর সাধারণ সম্পাদক, সংস্কৃতি কর্মী এ এম ফারহান সাদিক। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পূর্ব নির্ধারিত সিলেট জেলা ছাত্রলীগের কর্মীসভা ছিল। উক্ত অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে ফারহানের উপর অকস্মাৎ এই হামলা হয়। হামলায় ফারহান মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন।

এ এম ফারহান সাদিকের সাথে হাসপাতালে কথা বলে জানা যায়- সিলেট জেলা ছাত্রলীগের প্রোগ্রাম শেষে বাসায় ফেরার পথে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় পৌছামাত্র অপরিচিত ৫/৬ জন যুবক চারদিক থেকে তাকে ঘিরে ফেলে।তাদের কয়েকজনের পড়নে ছিল সাদা পাঞ্জাবি, মুখে লম্বা দাঁড়ি, মাথায় টুপি কিন্তু তাদের কাউকেই ফারহান চিনেন না বলে জানান৷ তারা সরাসরি তার উপর হামলা করে, চিল্লায় চিল্লায় বলতে থাকে- “গান বাজনা বন্ধ কর, না হয় মরবি”। ফারহানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে আহত করে আক্রমণকারীরা স্থান ত্যাগ করলে উপস্থিত জনতা ফারহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান৷

আহত ফারহানকে দেখতে হাসপাতালে যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এম পি, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ অনেকেই৷ এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন টেলিফোনে ফারহানের খোঁজখবর নেন।

এসময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- ফারহান সাদিক এল এল.বি. অনার্স অধ্যয়নরত একজন মেধাবী ছাত্রনেতা, পাশাপাশি সে একজন সক্রিয় সংস্কৃতিকর্মী। তার উপর উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গিদের এই হামলা প্রকারান্তরে আমাদের সংস্কৃতির উপর নগ্ন হামলা, এরকম হামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি হুমকি। আমি এর তীব্র নিন্দা জানাই এবং উগ্রপন্থীদের দ্রুত আইনের আওতায় আনার জন্যে প্রশাসনের সাথে কথা বলেছি৷ আমি তার চিকিৎসার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আশা করি সে দ্রুতই সুস্থ হয়ে পড়ালেখা, ছাত্ররাজনীতি এবং সংস্কৃতি চর্চায় ফিরবে৷

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed