সর্বশেষ

» লন্ডনে কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র বিশেষ সাধারণ সভা ও ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র বিশেষ সাধারণ সভা (SGM) ও ফ্যামিলি গ্যাদারিং ২০২৫ গত রবিবার (৩১ আগস্ট) লন্ডনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনিসুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় দিনব্যাপী এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ, ফারুক আহমেদ চৌধুরী ও জাকির হোসেন মিল্লাত সহ-সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনহাজ রাহমান এবং হামদ পরিবেশন করেন জুহাইর হামদাল্লাহ। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রবাসী কানাইঘাটবাসী মিলিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

সংগঠনের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা নবগঠিত শিক্ষা ট্রাস্ট ফান্ডের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। শিক্ষা সম্পাদক মহবুবুর রহমান শামীম ট্রাস্ট ফান্ডের কাঠামো ও কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, এ ফান্ডের মাধ্যমে কানাইঘাটের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। সর্বসম্মতিক্রমে এ পরিকল্পনা অনুমোদিত হয়।

দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে এ বছর যুক্তরাজ্যে জিসিএসই, এ লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি, সম্প্রতি অনুষ্ঠিত ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র লুতফুর রহমান। তিনি বলেন, “আজকের যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” তিনি কানাইঘাটের মানুষদের ইসলামের শিক্ষা প্রচার ও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদানের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের এবং অ্যাসপায়ার পার্টির কোষাধ্যক্ষ আবদুল্লাহ মোহাম্মদ তারেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়া কাউন্সিল ব্রিটেনের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাইদ, ব্যারিস্টার কুতুব উদ্দিন আহমেদ শিকদার (এমবিই), মাওলানা রফিক আহমেদ রফিক, হাফিজ আবুল হোসেন খান, খালেকুজ্জামান বুলবুল, আব্দুল মতিন চৌধুরী, আসাদ আহমদ চৌধুরী, মাসউদ আহমদ, ফারুক জামান ও আফসর আহমদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সলিসিটর ফাহিমুল কাদের প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন এবং নারীদের পক্ষ থেকে সাজেদা আহমেদ বলেন, “সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণের পাশাপাশি নেতৃত্বেও এগিয়ে আসতে হবে।”

ফ্যামিলি গ্যাদারিংয়ে অংশগ্রহণকারীরা সফল আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি আনিসুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কারণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।”

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930