সর্বশেষ

» সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরেক হত্যা মামলা

প্রকাশিত: ২১. আগস্ট. ২০২৪ | বুধবার

Manual3 Ad Code

চেম্বার প্রতিবেদক: সিলেটে দন্ডবিধি আইনে আরেকটি হত্যা মামলা হয়েছে । এ মামলায় ৭৬জন সহ আরো অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে । আসামীদের সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হামলার প্রায় ১ মাসের মাথায় সিলেট নগরীর কোতোয়ালি থানায় এ মামলাটি রেকর্ড করা হয়।

Manual3 Ad Code

১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩০৭/৩০২/৩৪ দণ্ডবিধির ধারায় ২০ আগষ্ট রেকর্ড হওয়া এ মামলার বাদি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিতলা গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম ।

সিলেটের সাবেক উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখকে প্রধান আসামী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে (৫৫)এর বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলায় ৭৬জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

এজাহারনামীয় আসামীরা হলেন ১। আজবাহার আলী শেখ (৫০),

উপ-পুলিশ কমিশনার (উত্তর), (সংযুক্ত পুলিশ কমিশনার কার্যালয়), ২। মোঃ সাদেক দস্তগীর কাউছার (৪০), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর), ৩। মোঃ মিজানুর রহমান (৪৫), অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি; সিলেট। ৪। আবু খালেদ মোঃ মামুন (৪৫), অফিসার ইনচার্জ (তদন্ত), জালালাবাদ থানা, এসএমপি; সিলেট। ৫। আসাদুজ্জামানখান কামাল, পিতা- আশরাফ আলী খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ৬। আনোয়ারুজ্জামান চৌধুরী, পিতা- নওশাদ মিয়া, সাং- বুরুঙ্গা, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ৭। হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি, পিতা- মৃত সুবেদার আব্দুল গনি, সাং- ধরাগাঁও, কামালবাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। ৮। ফরিদ উদ্দিন, সাবেক ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ৯। কবির হোসেন, সাবেক প্রো-ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ১০। মোঃ কামরুজ্জামান চৌধুরী, সাবেক প্রক্টর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ১১। তাজিম উদ্দিন, কলেজ ইন্সপেক্টর, ফরমান ইনচার্জ, শাবিপ্রবি, সিলেট। ১২। শফিউল আলম চৌধুরী নাদেল, পিতা- শামসুল আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সাং- ফরিদাবাদ হাউজিং এস্টেট, আম্বরখানা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট। ১৩। রনজিত সরকার, পিতা- মনমুহন সরকার, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ (১নং আসন), সাং- ৯২ গোপালটিলা, টিলাগড়, সিলেট। ১৪। আজাদুর রহমান আজাদ, পিতা- অজ্ঞাত, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, কাউন্সিলর, ২০নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ১৫। জগদীশ চন্দ্র দাস (৫৫), পিতা- অজ্ঞাত, কাউন্সিলর, ৮নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, সহ-সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগ, ১৬। বিধান কুমার সাহা (আওয়ামীলীগ নেতা) (৫০), সাং- বাগবাড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, ৯নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ১৭। আফতাব হোসেন খান (৫০), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ১০৯ ঐক্যতান, পশ্চিম পীরমহল্লা, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর শাখা, সিলেট। ১৮। আলম খান মুক্তি (৪৫), সভাপতি, যুবলীগ, সিলেট মহানগর, সিলেট। ১৯। রাহেল সিরাজ (৩০), পিতা- মৃত উজ্জল আহমদ বখতিয়ার, সাং- মাইজভাগ, দক্ষিণ ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা, সিলেট। ২০। নাজমুল ইসলাম (২৭), পিতা- মাস্টার তোফাজ্জল আলী, সাং- তাহিরপুর, উসমানপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট। সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা, সিলেট। ২১। কিশোয়ার জাহান সৌরভ (২৮), পিতা- অজ্ঞাত, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগর শাখা, সিলেট। ২২। নাইম আহমদ (৩৮),পিতা- কওসর মিয়া, সাং- নওয়াপাড়া, আখালিয়া, সেক্রেটারী, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগর, সিলেট। ২৩। রুহেল আহমদ, পিতা- ফিরোজ মিয়া (সাবেক মেম্বার), সভাপতি, সরকারী কলেজ ছাত্রলীগ, কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। সাং- পূর্ব ভাটপাড়া, মেজরটিলা, থানা- শাহপরান, জেলা- সিলেট। ২৪। সজল দাস অনিক, পিতা- অজ্ঞাত, সাং- দাড়িয়াপাড়া, ২নং ওয়ার্ড, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, ২৫। এসআই রেজওয়ান আহমদ (৩৫), ২৬। কং/২০৫৭ রনি চন্দ্র রায় (৩০), ২৭। এসআই (নিঃ) নিহারেন্দু তালুকদার (৩৫), ২৮। কং/১৮১৫ সুজিত সিংহ (৩৫), ২৯। কং/২৭১৫ অপূর্ব সিংহ (৩২), ৩০। কং/৫৩৫ প্রনজিৎ (৩৩), ৩১। কং/১৪৪৮ সুমন (২৬), ৩২। খলিলুর রহমান, SOC 2012-13 (২৫), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, শাবিপ্রবি, ৩৩। সজিবুর রহমান (২৪), সেক্রেটারী, বাংলাদেশ ছাত্রলীগ, শাবিপ্রবি, FES, 2013-2014, ৩৪। মামুন শাহ, ECO 2012-13, SUST (২৮), সহ-সভাপতি, শাবিপ্রবি ছাত্রলীগ, ৩৫। সুমন মিয়া PAD 2015-16, SUST (24), যুগ্ম সম্পাদক, শাবিপ্রবি ছাত্রলীগ, ৩৬। ফারহান রুবেল PSS, 13-14 SUST (25), সহ-সভাপতি, শাবিপ্রবি, ছাত্রলীগ । ৩৭ । তায়েফ হোসেন, PSS, 2013-14, SUST (25), সহ-সভাপতি, শাবিপ্রবি ছাত্রলীগ, ৩৮। মেহেদী হাসান স্বাধীন (২৪), CHE 2015-16, SUST, সাবেক শাবিপ্রবি ছাত্রলীগ নেতা, ৩৯। সাইমন ইসলাম (২৫), পিতা- অজ্ঞাত, লোক প্রশাসন, শাবিপ্রবি। ৪০। সাজ্জাদ হোসেন FES 2016-17, SUST (27), যুগ্ম সম্পাদক, শাবিপ্রবি ছাত্রলীগ। ৪১। তানিম খন্দকার, SCW 16-17, SUST (22), সহ-সভাপতি, শাবি ছাত্রলীগ, ৪২। দেলোয়ার হোসেন (২৫) PAD 16-17, SUST, শাবিপ্রবি ছাত্রলীগ কর্মী, ৪৩। শফিউল রাব্বি (২৩), ANP 2017-18, SUST, শাবি ছাত্রলীগ কর্মী, ৪৪। রেজাউল হক সিজার (২৪), SOC 16-17, SUST, সহ- সভাপতি, শাবি ছাত্রলীগ, ৪৫। ইউসুফ হোসেন টিটু (২৩), সহ-সভাপতি, শাবি ছাত্রলীগ, ৪৬। মনসুর আলম নিরব (২৩), PSS 18-19, SUST, সহ- সভাপতি শাবি ছাত্রলীগ। ৪৭। লোকমান হোসেন (২৫), BMB 18-19, SUST, সাংগঠনিক সম্পাদক, শাবি ছাত্রলীগ, ৪৮। আর কে রাকিব হোসেন (২৪), ANP 18-19, SUST, সাংগঠনিক সম্পাদক, শাবি ছাত্রলীগ, ৪৯। শুভ সাহা (২০), PSS 18-19, SUST, সাংগঠনিক সম্পাদক, শাবি ছাত্রলীগ, ৫০। আশিকুর রহমান আশিক (২২), PSS 19-20, SUST, সহ-সভাপতি শাবি ছাত্রলীগ, ৫১। ফারহান হোসেন চৌধুরী আরিয়ান (২২), ANP, 20-21, SUST,

সাং- শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৫২। সানি শেখ, ANP 20-21, SUST (22), সাং-কিশোরগঞ্জ, ছাত্রলীগ কর্মী, ৫৩। মোহাম্মেদ তারেক (২২), SOC 20-21 SUST, শাবিপ্রবি ছাত্রীলগ কর্মী, ৫৪। শিমুল মিয়া PSS 20-21, SUST (22), সহ-সভাপতি, শাবি ছাত্রলীগ, ৫৫। আয়াজ চৌধুরী (২২), SCW, 20-21, SUST, সহ-সভাপতি, শাবি ছাত্রলীগ, ৫৬। অমিত সাহা (২৪) STAT, 18-19, SUST, সাংগঠনিক সম্পাদক, শাবি ছাত্রলীগ, ৫৭। আব্দুল কাদির মোহাম্মদ রেদোয়ান (৩০), SUST, লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, ‘আমরা সাস্টিয়ান’-এর অ্যাডমিন। ৫৮। নুরুল ইসলাম (৫০), পিতা- শমসু মিয়া, সাং- ব্লক-সি, নেহারীপাড়া, লেকসিটি আ/এ, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ৫৯। ময়নুল ইসলাম (৩০), পিতা- আনোয়ার হোসেন, সাং- ব্লক- সি, নেহারীপাড়া, আখালিয়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ৬০। আহমদ সাজন, পিতা- অজ্ঞাত, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট। ৬১। হাসান আহমদ, পিতা- অজ্ঞাত, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট। ৫৩। আনছার রাহি, পিতা- অজ্ঞাত, সাং- টিলাগড়, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট। ৬২। জাহিদ সরোয়ার সবুজ (৪৫), পিতা- জমির উদ্দিন, সাং- নরশিংটিলা, বাগবাড়ী, কার্যকরী সদস্য, মহানগর আওয়ামীলীগ, সিলেট। ৬৩। হেলাল উদ্দিন (৫৫), পিতা- মৃত শফাত উল্লাহ, সাং- হায়দরপুর, থানা- জালালাবাদ, জেলা সিলেট। কাউন্সিলর, ৩৮নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ৬৪। শহীদ মু. অকীল অপু (৩৪), পিতা- আব্দুল হান্নান, সাং- আখালিয়া, থানা- কোতয়ালী, জেলা- সিলেট। ৬৫। মোঃ শাহজাহান (৪২), পিতা- সৈয়দ আলী, সাং- কুমারগাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ৬৬। মু. আপ্তাব হোসেন সিরাজী (৪৬), পিতা- মৃত আসকর আলী, সাং- কুমারগাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। ৬৭। আজহার চৌধুরী (২৭), পিতা- আজিজুল হাসান চৌধুরী, সাং- তালবাড়ী পূর্ব , থানা- কানাইঘাট, জেলা- সিলেট। ৬৮। রশিদ আহমদ (৩৮), পিতা- আব্দুল মান্নান, বর্তমান সাং- আখালিয়াঘাট, থানা- জালালাবাদ, জেলা- সিলেট। স্থায়ী: সাং- ভাতগাঁও, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ। সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, সিলেট মহানগর, সিলেট। ৬৯। আব্দুল লতিফ (রিপন) (৪০), পিতা- মৃত মাসুক মিয়া, সাং- নেহারীপাড়া, থানা- কতোয়ালী, জেলা- সিলেট। সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা যুবলীগ, ৭০। হাফিজ হিফজুর রহমান (২৫), পিতা- হাফিজ আব্দুল জলিল, সাং- বানীগ্রাম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৭১। আবু সুফিয়ান উজ্জল (৩৫), পিতা- শরফ উদ্দিন, সাং- নাইওরপুল, এবিসি টাওয়ার, থানা- কতোয়ালী, জেলা- সিলেট। স্থায়ী: শেরপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। ৭২। তারেক উদ্দিন তাজ, পিতা- আলাউদ্দিন সাজু, কাউন্সিলর, ১০নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ৭৩। মাজহারুল ইসলাম সুমন (৪৫), পিতা- মৃত আব্দুল ওয়াদুদ (দারগা), সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ নেতা, সাং- বাসা- ৪নং রোড, বাদাম বাগিচা, সিলেট। ৭৪। শাহনুর আলম (৪০), পিতা- রহিম উদ্দিন মবেল, বাসা নং- ১৩৮/৫ ঐক্যতান, পশ্চিম পীরমহল্লাহ, সিলেট। ৭৫। রুহিন আহসান খান (৩৫), পিতা- সুরুজ আলী, সাং- বাসা নং- ১৬৫ ঐক্যতান, পশ্চিম পীরমহল্লাহ, সিলেট। ৭৬। আমির হোসেন খান (বাবা সম্রাট) (৪৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- বাসা নং- ১০৯ ঐক্যতান, পশ্চিম পীরমহল্লাহ, সিলেট।

Manual1 Ad Code

এজাহারের ভাষ্যমতে, ১৮/০৭/২০২৪ইং তারিখ দুপুর ০২.০০টার দিকে সিলেট নগরীর বাগবাড়ী এতিম স্কুলের সংযোগস্হলের খালে সুরমা আবাসিক এলাকার প্রবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা দাবি ও ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে আন্দোলন চলছিল। এ কর্মসূচিতে বাদীসহ অসংখ্য ছাত্রজনতা অংশ নেন। এসময় মামলার অভিযুক্তরা নগরীর রিকাবীবাজার থেকে মিছিল সহকারে এসে ঘটনাস্থলে অবস্থানরত বাদীসহ ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিদের গুলিতে অনেকেই আহত হন এবং তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহত হন।

Manual4 Ad Code

এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক মামলটি রেকর্ড করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code