সর্বশেষ

» কানাইঘাটে কাতার প্রবাসী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের ॥ খুনীরা অধরা

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাটের রাজগঞ্জ ইউনিয়নে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাতার প্রবাসী রশিদ আহমদের হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের ভাই রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আনা মিয়ার পুত্র লাল মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় ৬ জনকে আসামী করে গতকাল সোমবার হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৩, তারিখ- ১৮/০৮/২০২৫ইং। মামলায় প্রবাসী রশিদ আহমদ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র রাজু আহমদ, সাজ আহমদ, মৃত ফয়জুর রহমানের পুত্র রুহেল আহমদ, মৃত আমির উদ্দিনের পুত্র রাহেল আহমদ, মৃত তজম্মুল আলীর পুত্র মাওলানা আব্দুল মতিন ও তাদের ভাড়াটিয়া গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের হাসান আহমদকে আসামী করা হয়েছে।

Manual3 Ad Code

গত রবিবার রাত ১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮) ও তার বড় ভাই রাজা মিয়া আপন ভগ্নিপতি সালেহ আহমদকে তার নিজ বাড়িতে হামলাকারীদের নির্যাতন থেকে বাঁচাতে এগিয়ে আসলে সালেহ আহমদের চাচাতো ভাই রাজু আহমদ, সাজু আহমদ ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার ভাই রাজা মিয়াকে গুরুত আহত করে। রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদ মৃত্যু বরণ করেন। তার ভাই রাজা মিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে অত্যন্ত নির্মম ভাবে কাতার প্রবাসী রশিদ আহমদকে হত্যা করা হলেও এখন পর্যন্ত খুনীদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হওয়ায় এলাকায় জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ময়না তদন্তের পর প্রবাসীর লাশ সোমবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে আসা হলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সোমরাত রাত ১০টায় গ্রামের জামে মসজিদে প্রবাসীর রশিদ আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হলে হাজারো শোকাহত মানুষ শরীক হন। জানাজার নামাজে রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হত্যাকান্ডের পরও খুনীদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনীদের গ্রেফতারের দাবী জানান।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, প্রবাসী রশিদ আহমদের খুনীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আসামীদের গ্রেফতার করার জন্য।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code