সর্বশেষ

» একজন প্রার্থী সর্বোচ্চ ৪ বিসিএস-এ অংশ নিতে পারবেন, সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক: বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পর চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হন। তারা বয়সসীমা যতদিন বিসিএস পরীক্ষা ততদিন করার দাবি করেন। এরপর বৃহস্পতিবার তিন থেকে চারবার অংশ নেয়ার সুযোগ দিতে একমত হয় উপদেষ্টা পরিষদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অবতীর্ণ হতে পারবে- এরূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়-কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা প্রদান করেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code