সর্বশেষ

» কানাইঘাটে সাংবাদিক আলা উদ্দিনের প্রবাস যাত্রায় সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৩ | সোমবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্ক:: কানাইঘাট প্রতিনিধি ঃ দৈনিক সিলেটের ডাক পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি ও কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক আলা উদ্দিন এর সংক্ষিপ্ত প্রবাস যাত্রা উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, সংবর্ধিত সাংবাদিক আলা উদ্দিন,
ক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাও. আসআদ উদ্দিন, সমাজকর্মী আশরাফুল আম্বিয়া, ব্যবসায়ী শাহ আলম, হারুন
রশিদ। সাংবাদিক আলা উদ্দিন আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক
বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে কিছুদিন অবস্থান করে পরবর্তীতে তিনি কাতার, ওমান ভ্রমন শেষে পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের জন্য সৌদিআরবে পৌঁছাবেন। হজ্জ্ব পালন শেষে মার্চের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। এ ৪টি দেশে
অবস্থানকালে সেখানে বসবাসরত প্রবাসী কানাইঘাটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হবে। সাংবাদিক আলা উদ্দিন সংক্ষিপ্ত প্রবাস যাত্রাকালে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সময়ে
ক্লাবের নেতৃবৃন্দ সহ কানাইঘাটের কর্মরত গণমাধ্যমকর্মীরা বিশে^র বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। প্রেসক্লাবের অনেক প্রাক্তন সদস্য ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি সেখানকার গণমাধ্যমের সাথে যুক্ত থেকে প্রবাসীদের পক্ষে কাজ করে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করছেন। সাংবাদিক আলা
উদ্দিনের প্রবাস যাত্রা যেন নিরাপদ হয় সেই প্রত্যাশা কামনা করেন তার সহকর্মী সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য মাও. আসআদ উদ্দিন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code