» কানাইঘাটে আশ্রয় কেন্দ্রে ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২২ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ বন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া কানাইঘাট উপজেলার ১৭০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ-উপহারের নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
আজ শনিবার দুপুর ১২টায় তিনি উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার উচ্চ বিদ্যালয়, শাহ-তশ্না সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর, সর্দারমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান পরিবারের মধ্যে ঈদ-উপহারের খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি এই ইউনিয়নের ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন তাদের মধ্যে এবং সড়কের বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বন্যা দুর্গত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এরপর নির্বাহী কর্মকর্তা সাতবাঁক ইউনিয়নের সাতপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যা দুর্গ পরিবারগুলোর পাশাপাশি রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া আজ শনিবার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার আড়াই শতাধিক বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের নানা প্রকার খাদ্য সামগ্রী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
বন্যায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৭০টি পরিবার ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী পেয়ে খুঁশিতে আত্মহারা হন। তারা বলেন, বার বার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি তাদের খোঁজ-খবর নিয়েছেন। কয়েকদফা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, আজ ঈদের আগেরদিন এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সালাম পৌঁছে দিয়ে আমাদের মধ্যে যেসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তা দিয়ে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করব। এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের নানা প্রকার খাদ্য সামগ্রী পেয়েছেন যা অতীতে ঈদের সময় মুক্তিযোদ্ধাদের আর কখনো এধরনের সম্মান দেয়া হয়নি।
আশ্রয়কেন্দ্রে ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে নির্বাহী কর্মকর্তার সাথে পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, নুরুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মাষ্টার আনোয়ার হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুন নুর, ট্যাগ অফিসার আবুল হারিছ, ইউপি সদস্য শাহাব উদ্দিন, মঈনুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031