সর্বশেষ

» করোনায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার আজিজুর রহমান চৌধুরীর মৃত্যু

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান চৌধুরী নামের এক পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) পদমর্যাদার এই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।

 

শনিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual3 Ad Code

আজিজুর রহমান ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরিতে যুক্ত ছিলেন।

 

Manual6 Ad Code

তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর ২০০২ সালের ২৭ আগস্ট পুলিশের বিশেষ শাখায় যোগ দেন তিনি। পরে সেখান থেকেই ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যান। তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে পরবর্তীতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

 

Manual7 Ad Code

১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। লাশ তার গ্রামের বাড়িতেই দাফন করা হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code