সর্বশেষ

» বালাগঞ্জে সন্ত্রাসী হামলার দুই সহোদরসহ চারজন আহত, একজনের অবস্থা সংকটাপন্ন, ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২২ | শনিবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক:: 

বালাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় দুই সহোদরসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আব্দুল হামিদ নামের একজনের অবস্থা সংকটাপন্ন। জরুরী ভিত্তিতে তাকে শনিবার রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন ৩ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হামিদ (৩৫) ও জাকির আহমদ (২৫), একই গ্রামের আফতাব মিয়ার পুত্র জুনেদ আহমদ (২৫) ও জিলু মিয়ার পুত্র শামসুল মুক্তাদির মিজান (২০)। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলার খুজগিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

গুরুতর আহত আব্দুল হামিদের ছোট ভাই আব্দুর রকিব জানান, দীর্ঘ দিন থেকে একই গ্রামের আব্দুল বারী খাজুরের ছেলে সন্ত্রাসী আসুক মিয়ার নেতৃত্বে নানা অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে। এলাকার নিরীহ লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ। ঠিক একইভাবে গতকাল শনিবার বেলা ২টার দিকে আসুক মিয়ার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী নিরীহ আব্দুল হামিদসহ তার স্বজনদের উপর তাদের বসত বাড়িতে এসে হামলা চালায়। এতে দুই সহোদরসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আব্দুল হামিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। শনিবার রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল হামিদের একটি চক্ষু বের হয়েগেছে। মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপর আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

বালাগঞ্জ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, মারামারির খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মামুন নামের দুইজনকে গ্রেফতার করে। ওসমানী হাসপাতালে এফিয়া ও আসুক মিয়া নামের দুইজনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ওসি জানান, রাতেই গুরুতর আহত আব্দুল হামিদের ভাই আবদুর রকিব বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code