সর্বশেষ

» অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা এলাকায় অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ঘাসিটুলা বেত বাজার পয়েন্ট সংলগ্ন খেয়াঘাটের পূর্ব মাঠে শুভ উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code

টুর্নামেন্টের শুরুর পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার মুরব্বী মোহাম্মদ বদর আহমদ। সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন বিশিষ্ট ব‍্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,১০,১১,১২,ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সির রুহেনা খানম মুক্তা,১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও টুর্নামেন্টের আয়োজক অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব, সবুজ সেনা যুব সংঘের সভাপতি রিয়াজ উদ্দিন বাদশা, সিটি সুপার মার্কেটের সেক্রেটারি আতাউর রহমান রজব, রেফারি আব্দুল মুকিত রাজন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ব‍্যবসায়ী মোঃ সিরাজ মিয়া, মঈন মিয়া, ইরান মিয়া, সমাজকর্মী কুটিল আহমদ,শাহ আলম,জয়নাল আহমদ, নিজাম উদ্দিন, ফয়েজ আহমদ,ছাদিক আহমদ, হাবিব আহমদ। খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাসান,রাহিম, নাঈম,মারুফ, জাবের, তানিম, ফাহিম,জাকুয়ান,তাওহীদ, প্রমুখ।

উদ্ভোধনী খেলায় প্রথম রাউন্ডে ৩ টি দল অংশগ্রহন করে দুর্বার কলাপাড়া বনাম লিটন স্টার বিজয়ী লিটন স্টার।ম্যান অব দ্যা মাচ রনি আহমদ। দ্বিতীয় খেলা নাবিল স্পোর্টিং ক্লাব বনাম টিম আর সি ,বিজয়ী টিম আর সি ম্যান অব দ্যা ম্যাচ তাওহিদ। তৃতীয় খেলা জয়নাল ইলাছ বনাম নীল আকাশ। বিজয়ী নীল আকাশ,ম্যান অব দ্যা ম্যচ তানজিন।

Manual6 Ad Code

খেলায় মোট ৬২ টিম অংশ গ্রহণ করবে। টুর্নামেন্ট এন্ট্রি ফি ১৫০০ শত টাকা রাখা হয়েছে এবং প্রত‍্যেক খেলায় ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ পুরস্কার রয়েছে। ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য ৩০,০০০টাকা আর রানার্সআপ দল পাবেন পুরস্কার হিসেবে ১৫,০০০টাকা পুরস্কার টাকা। টুর্নামেন্টের খেলা প্রতি শুক্রবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব নাইট টুর্নামেন্টের খেলা দেখতে শতশত দর্শক , উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জয়নাল আহমল। অতিথিবৃন্দকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংবাদিক মোঃ আলমগীর আলম।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code