সর্বশেষ

সিরাজদিখান উপজেলায় ধর্ম অবমাননার দায়ে হিন্দু ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার

মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ইসলাম ধর্ম ও হিজাবধারী মুসলিম নারীদের নিয়ে কটুক্তির দায়ে আজ এক হিন্দু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ গ্রেফতার ব্যবসায়ীর নাম সমীর ঘোষ। তিনি সিরাজদিখান বাজারের ‘পাতক্ষীর’ নামক রেস্টুরেন্টের পরিচালক।

জানা যায়,দীর্ঘ দিন থেকে সমীর ঘোষ ইসলাম ধর্ম,গরুর মাংস এবং হিজাবধারী নারীদের নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে আসছেন। এ বিষয়ে স্থানীয় আলেমরা তাকে বারবার সতর্ক করলেও তিনি তা বন্ধ করেননি। গত কয়েকদিন থেকে তিনি ইসলাম নিয়ে আরো তীব্রভাবে কটুক্তি শুরু করেছেন।

গতকাল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সমীর ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বাংলাদেশ দন্ডবিধি আইন ১৮৬০ এর ২৯৫ (ক) ধারায় এ মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ মামলার এজাহারে বাদী পক্ষে প্রধান সাক্ষী হিসেবে আল আমীন শেখ নামে এক যুবকের নাম রয়েছে। সে সমীর ঘোষের ব্যবসায়িক সহযোগি।

এই অভিযোগের প্রেক্ষিতে আজ নিজ বাড়ি থেকে সমীর ঘোষকে আটক করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031