সর্বশেষ

শিহাব হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে কানাইঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন

প্রকাশিত: ০৪. জুন. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট রাজাগঞ্জ ইউপি শাখা জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ শিহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ফুঁশে উঠেছেন জামায়াত শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী।
শিহাব উদ্দিন হতাকান্ডের সাথে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত চোরাকারবারী চাঁদাবাজ চক্রের মুলহুতা যুবলীগ নেতা মামলার আসামী শহিদ, শিব্বির, লুৎফুর, জামালদের এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় প্রতিবাদ সভা, মানবন্ধন সহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের সামনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে শ্রমিক নেতা শিহাব উদ্দিন হত্যাকারীদের ঈদের পূর্বে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুশিয়ার উচ্চারণ করা হয়। মানববন্ধন থেকে জামায়াতে ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, শিহাব হত্যাকান্ডের ৮ দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। যার কারনে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রæত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা উপজেলা জামায়াতের আমির মাও. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী শিপুল আমিন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী নিজাম উদ্দিন খাঁন। বক্তব্য দেন কানাইঘাট পৌর জামায়াতের আমির মাও. আব্দুল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়সল আহমদ, সেক্রেটারী মাও. তাজ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির মাও. সাইফুল আলম, সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, পৌর জামায়াতের নায়েবে আমির মাও. বিলাল আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি জামায়াতের আমির মাও. বিলাল আহমদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031