সর্বশেষ

» কানাইঘাটে জাল ভোটে বাধা প্রদান করায় নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীকে খুন,গ্রেফতার ১

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জাল ভোটে বাধা প্রদান করায় নির্বাচনে প্রতিদ্বন্ধী এক প্রার্থীকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে। নিহত ব্যক্তির নাম আলমগীর। তিনি ঝিংগাবাড়ী ইউপির তিনচটি নযাগ্রামের বাসিন্দা ও গাছবাড়ী বাজারের ব্যবসায়ী। এ ঘটনায় নিহতের স্ত্রী হাছনা বেগম (৩০), কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং এজহারভুক্ত আসামি মখলিছুর রহমানকে আটক করা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গাছবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন ছিল গতকাল মঙ্গলবার। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধি ছিলেন নিহত আলমগীর ও মোল্লা সাদিক। আলমগীর সভাপতি পদে প্রতিদ্বন্ধি হওয়ার পর থেকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন অপর সভাপতি প্রার্থী মোল্লা সাদিক। গতকাল নির্বাচনের দিন সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হলে মোল্লা সাদিক ও তার গ্রুপের সমর্থিত লোকজন কেন্দ্র দখল করে অবৈধ জাল ভোট দিতে থাকেন। জোরপূর্বক জাল ভোট প্রদান করিয়া মোল্লা সাদিককে বিজয়ী করার জন্য চেষ্টা চালান তার সমর্থকেরা।
এটার প্রতিবাদ জানান আলমগীর। এতে আলমগীরের উপর ক্ষিপ্ত হন মোল্লা সাদিকের লোকজন।
এক পর্যায়ে দুপুর ১ ঘটিকার দিকে মোল্লা সাদিকের নেতৃত্বে গাছবাড়ী বাজারের কয়েকজন ব্যবসায়ী আলমগীরের উপর হামলা করেন।
জিআই পাইপ, রড, লাটি ও ধারালো দা দিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করা হয় আলমগীরকে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলমগীর।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা নং ০৮।
মামলার আসামীরা হলেন আগফৌদ নারাইনপুর গ্রামের আরমান আলীর ছেলে মোল্লা সাদিক (৩৩),লামা দলইকান্দি গ্রামের আলিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩১), বীরদল আগকুপা গ্রামের শামছুল হকের ছেলে মখলিছুর রহমান (৫৬), ও মখলিছুর রহমানের ছেলে মারওয়ানুল ইসলাম (২৯), ভাড়ারিমাটি গ্রামের আমজদ আলীর ছেলে আজমল হোসেন (৪৫),দর্জিমাটি গ্রামের রহমত উল্লাহর ছেলে নুর আহমদ নাদেল (৩১),গোয়ালজুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে আলমাছ উদ্দিন (২৪), আগফৌদ নারাইনপুর গ্রামের মাওলানা নুর উদ্দিনের ছেলে
আছলাম উদ্দিন (৩৮),আগতালুক গ্রামের আছলাম উদ্দিনের ছেলে হাসান আহমদ (২২),ভাড়ারিমাটি গ্রামের হাজী আনফর আলীর ছেলে বোরহান উদ্দিন (৫০), ও চলিতাবাড়ী গ্রামের নজির আহমদের ছেলে এনাম আহমদ (২৮), সর্ব থানা- কানাইঘাট, জেলা- সিলেটসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামী স্থানীয় গাছবাড়ী বাজারের ব্যবসায়ী হন।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা পিপিএম বলেন, ব্যবসায়ী আলমগীর খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা এএসপি অলক কান্তি শর্মার নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি মখলিছুর রহমানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031