সর্বশেষ

» কানাইঘাটে ৩১ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২০ | রবিবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ৩১টি পূজা মন্ডপে সনাতন ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজার নবমীর দিনে প্রতিটি মন্ডপে পুন্যার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। গতকাল রবিবার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পৌরসভার নিজ চাউরা দক্ষিণ সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী, সদর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা মাসুম আহমদ, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা রুমেল। মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গাকুমার দাস, মন্ডপ কমিটির সভাপতি সুবুধ চন্দ্র দাস সহ আরো অনেকে। এ সময় পূজা মন্ডপের নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকটি পূজামন্ডপে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সবাই তাদের খোঁজ খবর নিচ্ছেন, নিরাপত্তার ব্যবস্থাও ভাল রয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী শুভেচ্ছা বিনিময়কালে বলেন বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের উৎসবগুলো ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পালন করে থাকেন। কানাইঘাটে যুগ যুগ ধরে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code