সর্বশেষ

দূর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২০ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি ঃ আগামী ২২ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি মূলক সভা আজ বুধবার দুপুর ১২টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাসের পরিচালনায় প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক সভাপতি বাবু দূর্গা কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, সাবেক সভাপতি মাস্টার শলীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী, সাধারণসম্পাদক লিটন চন্দ্র দাস,  বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মধ্যে নিখিল চক্রবর্তী, মানিক চৌধুরী, সুরেষ রায়, বিকাশ দাস,মুকুল দাস সিতেন, সুবুধ দাস, গৌরাঙ্গ শর্ম্মা, সমির চক্রবর্তী প্রমুখ।

প্রস্তুতি সভায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, দেশে করোনাকালীন দুর্যোগ বিরাজ থাকায় থাকায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিন্ধান্তক্রমে ও সরকারি সিন্ধান্ত অনুযায়ী এবার সারাদেশে মন্ডপগুলোতে উৎবস ছাড়া শুধু পূজা পালন করা হবে। কানাইঘাট উপজেলায় ৩১টি মন্ডপে দুর্গাপূজা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী মন্ডপে যারা আসবেন তাদেরকে অবশ্যই মাক্স পরতে হবে। মাইক বা সাউন্ড বক্স ছাড়াই শুধুমাত্র মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা সারতে হবে। পূজা মন্ডপগুলোতে যাতে করে কোন ধরনের দুষ্কৃতিকারী চক্র অপকর্ম সংঘটিত করতে না পারে এজন্য সরকার প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রত্যেকটি মন্ডপে পূজা কমিটিকে স্বেচ্ছাসেবক টিম নিয়োগ করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। মন্ডপে পূজো চলাকালীন রাত ৮টার মধ্যে সন্ধ্যা আরতি শেষ করতে হবে, রাত ৮টার মন্ডপে অবাধ যাতায়াত বন্ধ থাকবে এবং সন্ধ্যার আগেই দেবীকে বিসর্জন সম্পন্ন করতে হবে বলে মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন তিনি। এখন থেকে প্রতিটি মন্ডপের প্রতিমার নিরাপত্তার জন্য পুলিশের একাধিক টিম মাঠে থাকবে বলে তিনি জানান।

পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সরকারি ভাবে এবং পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবারে কানাইঘাটের ৩১টি পূজা মন্ডপে শুধুমাত্র সাত্বিক পূজো অনুষ্ঠিত হবে। কোন ধরনের উৎসব হবে না, এ বছরে করোনার জন্য সীমিত আকারে পূজোর মাধ্যমে দেবীকে বিসর্জন দেয়া হবে এবং আগামী বছর আমরা উৎসব আকারে দুর্গাপূজা পালন করব। কানাইঘাটের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কখনো দূর্গাপূজায় বিশৃঙ্খলা কেউ করতে পারেনি। এবছরও প্রশাসনের সার্বিক নিরাপত্তায় ও পূজা মন্ডপের নিয়োগকৃত স্বেচ্ছাসেবী সহ সকল মহলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার সকল অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031