সর্বশেষ

কানাইঘাটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ২১. মে. ২০২১ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলা প্রশাসন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনের পাশাপাশি তিনি প্রশাসন চত্বর কোয়াটারের পাশে অবস্থিত ব্যাডমিন্টন গ্রাউন্ডেরও উদ্বোধন করেন। এছাড়া জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলা প্রশাসনের নতুন প্রশাসনিক ভবন ও নিজ চাউরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ শর্মা, কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুশন নানকা, সাতঁবাক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন, চমৎকার ম্যুরাল স্থাপন করায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাধুবাদ জানিয়ে বলেন মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের সকল সম্মানের ঊর্ধ্বে রাখতে হবে। সিলেটের সকল উপজেলায় সরকারি ভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারব।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031