সর্বশেষ

ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: প্রতি বৎসরের ন্যায় এবারও সিলেটের সুনামধন্য ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ ২৭ জানুয়ারি বুধবার ঝেরঝেরীপাড়া এভারগ্রীন ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

মাদ্রাসার সদস্য সচিব মাওলানা হারুন উর রশীদের পরিচালনায় হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর ও সিলেটের প্রখ্যাত আলিমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন ওলি ইবনে ওলি শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)।

বিশেষ মেহমান হিসেবে তাফসির করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীণ হাকিমুন নাফ্স আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী (কুমিল্লা), বন্দর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান, ঝেরঝেরীপাড়া মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসিমী, উত্তরবঙ্গের (গোপালগঞ্জ) প্রখ্যাত আলেম হযরত মাওলানা ইসমাইল হোসাইন বোখারী, জিন্দাবাজারস্হ বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মুখতার আহমদ।

গহরপুর জামেয়া’র মুহতামিম হযরত মাওলানা হাফিজ মুসলেহ উদ্দিন রাজু, কাজিরবাজার জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা সামীউর রহমান মুসা, সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ আহমদ কবির আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।

মাদ্রাসার সদস্যসচিব মাওলানা হারুন উর রশীদ’র জানান , ওয়াজ মাহফিল আজ ২৭ জানুয়ারি বুধবার বাদ জোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031