সর্বশেষ

» সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৪ | সোমবার


Manual5 Ad Code

চেম্বার প্রতিবেদক:: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার (৫ আগস্ট) সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় যায়। সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পৃথকভাবে আরও কয়েকটি দল নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিন এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

Manual8 Ad Code

এ ছাড়া নগরীতে আওয়ামী লীগ-সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। সিলেটে সবচেয়ে বড় কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে এটি একটি। নগরের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত।
এছাড়া নগরীর বন্দরবাজারস্থ আল রাব্বানী আতর হাউজে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এ প্রতিষ্ঠানটির মালিক জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আওয়ামী লীগ নেতা জুবের আহমদ। আওয়ামী লীগের এ নেতার জৈন্তাপুর উপজেলার কোহাইগড় গ্রামের বাড়িতেও হামলা ভাংচুর করা হয়েছে বলে আমাদের জৈন্তাপুর প্রতিনিধি জানান।
জৈন্তাপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুম জানান, ব্যবসায়ী জুবের আহমদের দুটি ট্রাক বিএনপি সমর্থকেরা জ্বালিয়ে দিয়েছেন এবং জুবের আহমদের মালিকানাধীন আল মাসুম টাওয়ার তারা দখলে নিয়েছেন।
এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিটি করপোরেশন কাউন্সিলর রুহেল আহমদ ও জাহাঙ্গীর আলম তাদের বাসায় হামলা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানের মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। পরে মহানগর পুলিশের শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তার মুঠোফোনে কল করলে তাঁরাও ধরেননি।

এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-জনতা মিছিল করছেন। বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ নগরের বিভিন্ন রাস্তায় বিজয় মিছিল বের করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর সভাপতি মাসুক উদ্দিনের ভাই আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের বাসায় আজ বেলা সাড়ে ৩টার দিকে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আমি বাসায় ছিলাম না। তাই ক্ষয়ক্ষতির বিষয়ে এই মুহূর্তে বলতে পারছি না।’

জাসদ নেতা লোকমান আহমদ বলেন, ‘আমার বাসায় হামলা করা হয়েছে। ঘরের ভেতর ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। ক্ষতি কী পরিমাণ হয়েছে, না দেখলে বুঝার উপায় নেই।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code