সর্বশেষ

কানাইঘাটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতি বিষয়ক এক সভা গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলীল চন্দ্র দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কিবরিয়া, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্র জমিয়তের মাও. গিয়াস উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিকুর রহমান।
সামাজিক শান্তি-সম্প্রীতি সভায় রাজনৈতিক দল ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের লোকজন বলেন, কানাইঘাট উপজেলায় যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে যাতে করে কোন মহল বা দুষ্কৃতিকারী ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সকল ধর্মের মানুষের উপস্থিতিতে ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে ধর্মীয় বিভাজন যাতে করে কেউ করতে না পারে এজন্য থানা পুলিশকে সার্বিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন নির্দেশনা প্রদান করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031