সর্বশেষ

» কানাইঘাটে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা,২ দিনে মেলেনি খোঁজ

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে নিখোঁজের ২ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি পর শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

নিখোঁজ মুনতাহা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (০৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুজির পর আর কোথাও পাননি তারা। একপর্যায়ে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় ঐদিন রাতে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে পুরো এলাকাজুড়ে ছোটাছুটি করছেন তার আত্নীয় স্বজনরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলের দিকে নিখোঁজ হওয়া শিশু মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আব্দুল আউয়াল বলেন,‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আশপাশের সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। আমরা আশাবাদী এই মাছুম বাচ্চাটি সুস্থ অবস্থায় তার বাবা-মায়ের কোলে ফিরে আসুক।’

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031